আশাশুনিতে আন্তঃজেলা সীমান্তে চেকপোস্ট

0
324

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় আন্তঃ জেলা সীমান্ত ও আন্তঃ খেয়াঘাটে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। শুক্রবার ভোর থেকে চেকপোস্টগুলোতে কার্যক্রম শুরু করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে আশাশুনি উপজেলার মধ্যে বাইরের কোন উপজেলা বা জেলা থেকে কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে এবং একই সাথে আশাশুনি উপজেলা থেকে কেউ বাইরে না যেতে পারে, সেজন্য এই চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক আন্তঃ জেলা সীমান্ত এবং আন্তঃ জেলা খেয়াঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিজে এবং সকল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে শুক্রবার ভোর হতে মাইকিং অব্যাহত রয়েছে। আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঁাকা ব্রীজ, বড়দল-চঁাদখালী ব্রীজ, খাজরা খেয়াঘাট, প্রতাপনগর-দশানী খেয়াঘাট, চাকলা-প্রতাপনগর খেয়াঘাট বন্দ করে দেওয়া হয়েছে। এসব স্থানে সার্বক্ষণিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সাথে জেলা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশাশুনি-সাতক্ষীরা সড়কের আশাশুনি-চঁাদপুর সীমান্তবর্তী স্থানে চেকপোষ্ট স্থাপিত হয়েছে। তবে শরাফপুর-ব্যাংদহা ব্রীজ, বুধহাটা-ফিংড়ী সীমান্ত, মহিষাডাঙ্গা ব্রীজ, খরিয়াটি-হরিহরনগর ও খরিয়াটি-বঁাকা সংযোগ সড়ক, বদরতলা বাজার, চাম্পাফুল-আশাশুনি সীমান্তে চেকপোষ্ট না থাকলে দ্রুত স্থাপনের ব্যবস্থা নেওয়া জরুরী বলে স্থানীয়রা জানিয়েছেন।