আফগানিস্তান সিরিজেও প্রধান কোচ ওয়ালশ

0
449

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তান সিরিজেও বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ।

রবিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

ভারতের দেরাদুনে চলতি বছরের ৩, ৫ এবং ৭ জুন তারিখে আফগানিস্থানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘ভারতের দেরাদুনে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতেও একইভাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।’

ক্যারিবিয়ান এই কিংবদন্তি মূলত বোলিং কোচের দায়িত্ব সামলান। তবে গত বছরের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর নতুন কোচ নিয়োগ না দেওয়ায় ওয়ালশকেই দেয়া হয়েছিল প্রধান কোচের দায়িত্ব।

মার্চে শ্রীলংকার মাটিতে হওয়া নিদাহাস ট্রফির ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া সাবেক এই পেসারের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অধীনে টি-টোয়েন্টি ফরম্যাটের ওই টুর্নামেন্টে রানার্সআপ হয় বাংলাদেশ।

এ কারণেই আফগানিস্তানের বিপক্ষে হতে যাওয়া একই ফরম্যাটের ক্রিকেটে ওয়ালশের হাতেই দায়িত্ব দিল বিসিবি। আগামী ২৯ মে ভারত যাচ্ছেন সাকিব আল হাসানরা।