আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিলো: বাইডেন

0
131

টাইমস ডেস্ক বিদেশ : আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিলো। আফগানরাই নিজেদের রক্ষার জন্য লড়েনি। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তালেবানের হাতে কাবুলের পতনের পর তুমুল সমালোচনার মুখে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। বাইডেন বলেন, আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়বে বলে আশরাফ গানি প্রতিশ্রæতি দিলেও তার ধারণা ভুল ছিল। মার্কিনরা এমন একটি যুদ্ধে প্রাণ দিতে পারে না, যেখানে আফগানরাই নিজেদের রক্ষায় লড়াইয়ে নামতে ইচ্ছুক নয়। এদিকে এক টুইট বার্তায় আন্তর্জাতিক স¤প্রদায়কে আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের দেশে ঢুকতে দিয়ে সহযোগিতার আহŸান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। এদিকে, আফগানিস্তানে আরও দুইশ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ নাগরিকদের ফেরানোর পাশাপাশি কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে এসব সেনা।