আফগানিস্তানে বন্যায় একদিনে প্রাণহানি ৭২

0
179

খুলনাটাইমস বিদেশ : আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে বন্যায় ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে শতাধিক বাড়িঘর। খবর রয়টার্সের। বুধবার সকালে পারওয়ান প্রদেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই বন্যা ভেসে নিয়ে যায় প্রদেশটির প্রায় ৩০০ বাড়িঘর। যেখানে আহতের সংখ্যা কমপক্ষে ৯০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি ৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রয়টার্সকে আজিমি বলেন, ‘উদ্ধারকারীরা বুধবার সারাদিন মাটিতে তলিয়ে যাওয়া মৃতদেহ উদ্ধারে অভিযান চালিয়েছেন। পারওয়ান প্রদেশ ছাড়াও এই বন্যার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির আরও আট প্রদেশ। যার মধ্যে ময়দান ওয়ারদক ও নানগহরে দুজন করে মারা গেছেন।’ তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার পরিমাণটা আফগানিস্তানে দিনদিন বৃদ্ধি পাচ্ছে।’ এদিকে বন্যায় বেঁচে যাওয়া মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আসরাফ ঘানি।