আফগানিস্তানে তালেবান শাসনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব নেতাদের

0
125

টাইমস ডেস্ক বিদেশ : আফগানিস্তানে সম্ভাব্য তালেবান শাসনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। দেশটিতে তালেবান শাসনের পক্ষে কিছুটা নমনীয় রাশিয়া, চীন ও সৌদি আরব। তবে জার্মানি, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করায় সমালোচনা করেছে জঙ্গি গোষ্ঠিটির। সোমবার আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত তালেবানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, আগের তুলনায় এখন অনেক বেশি নিরাপদ দেশটি। কার্যত তালেবানের সাথে সুসম্পর্ক স্থাপনের বার্তাই দিল মস্কো। চীন বলেছে, যুক্তরাষ্ট্র নিজেদের রাজনৈতিক ব্যবস্থা ও সংস্কৃতি চাপিয়ে দেয়ায় আফগানিস্তানে পরিস্থিতির অবনতি হয়েছে। আর ইসলামি শরিয়ত অনুযায়ী দেশটির জনগণের নিরাপত্তা বিধানে তালেবানের প্রতি আহŸান জানিয়েছে সৌদি আরব। কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই দেশটির জনগণের পছন্দকে সমর্থন দেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটি। আর দেশটিতে স্থিতিশীলতা তৈরির সুযোগ হয়েছে বলে মন্তব্য করেছে ইরান। এদিকে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের আহŸান জানিয়ে যুক্তরাষ্ট্র। বলছে, তালেবানের আচরণের উপর নির্ভর করবে ওয়াশিংটন কাবুলের নতুন প্রশাসনকে স্বীকৃতি দেবে কিনা। তবে আফগান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি।