শরণখোলায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন

0
143

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় করোনা ভ্যাকসিন পৌঁচেছে। প্রাপ্ত ভ্যাকসিন সাড়ে তিন হাজার মানুষকে দেয়া যাবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো ৩৮০ ভায়াল করোনার ভ্যাকসিন বুধবার সন্ধ্যায় পাওয়া গেছে। প্রয়োজনীয় তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ এবং ভ্যাকসিন প্রয়োগের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ হুমায়ূন কবীর বলেন, শরণখোলায় পাঠানো ভ্যাকসিন সাড়ে তিন হাজার লোককে প্রয়োগ করা যাবে এবং সব ঠিকঠাক থাকলে সরকারের নির্দেশনা অনুযায়ী ৭ ফেব্রæয়ারী থেকে জেলার সকল হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তালিকাভূক্ত ব্যক্তিগণই প্রথম টিকা গ্রহণ করতে পারবেন বলে ঐ কর্মকর্তা জানান।