আপনার মনে গল্পটা ভয় ধরাবে

0
283

খুলনাটাইমস বিনোদন: ‘জিন সত্য ঘটনার আলোকে নির্মিত। অনেকে মনে করছেন, জিন একটি হরর সিনেমা। যেখানে হলিউড বা বলিউড সিনেমার মতো বিকট বা ভৌতিক চেহারার কেউ থাকবে যে ভয় দেখাবে। না, আমাদের জিন মোটেই সেই রকম না। আমাদের জিন একটি গল্প নির্ভর সিনেমা। তবে, হ্যাঁ গল্পটা আপনার মনে ভয় ধরাবে তা নিশ্চিত।’Ñকথাগুলো বলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ সিনেমা প্রসঙ্গে কথাগুলো বলেন আলিম উল্লাহ খোকন। এরইমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমা প্রসঙ্গে আলিম উল্লাহ খোকন আরো বলেন, ‘একজন মানুষকে যখন জিনে ধরে, তখন তার শুধু আচরণ পরিবর্তন হয় এবং ভয়ংকর সব কাজ করে। কিন্তু চেহারা যেমন আছে তেমনি থাকে। আমাদের জিন সিনেমাও তাই। সেই ভয়ংকর কাজগুলো আমরা আমাদের টিজার বা ট্রেইলারে রাখছি না। জিনের সেই ভয়ংকর কাজগুলো শুধু সিনেমার পর্দায় দেখতে পাবেন। আর জিনের ভয়ংকর কাজগুলো দেখার জন্য, জিন সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জিন একটি সত্য ঘটনার আলোকে নির্মিত সিনেমা।’ নাদের চৌধুরী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আব্দুন নূর সজল, পূজা চেরি, রোশান, মুন, সুজাতা, নবী, হীরা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি অথবা মার্চে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।