আন্দোলনে যোগ দেয়ায় ‘জোকার’ খ্যাত জোয়াকুইন ফোনিক্স গ্রেপ্তার

0
219

খুলনাটাইমস বিনোদন: জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক আন্দোলনে যোগ দেয়ায় গ্রেপ্তার হতে হয়েছে ‘জোকার’ তারকা জোয়াকুইন ফোনিক্সকেৃ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক আন্দোলনে যোগ দেয়ায় গ্রেপ্তার হতে হয়েছে ‘জোকার’ তারকা জোয়াকুইন ফোনিক্সকে। ভিড় এবং হইচই সৃষ্টি করে আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। হলিউড অভিনেত্রী এবং সমাজকর্মী জেন ফন্ডা প্রথম জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও সবুজায়নের লক্ষ্যে এ আন্দোলন করা হচ্ছে। আন্দোলন ছড়িয়ে দিতে প্রতি সপ্তাহে প্রতিবাদ সভার আয়োজন করে থাকেন তিনি। শুক্রবার (১০ জানুয়ারি) এই সভায় যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন ফোনিক্স। সভা শেষে জোয়াকুইন ফোনিক্স, মার্টিন শিনসহ মোট ১৪৭ জনকে গ্রেপ্তার করে ওয়াশিংটন পুলিশ। পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়। সভায় জোয়াকুইন ফোনিক্স বলেন, ‘আমরা মাঝে মাঝে ভাবি যে পরিবেশ বাঁচাতে আমাদের করণীয় কী! বিষয়টা এমন যে আজ বা কাল থেকেই আমরা শুরু করতে পারি। খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন এনেও পৃথিবীকে বাঁচাতে পারি।’জোয়াকুইন ফোনিক্সকে গ্রেপ্তার করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। -টাইমস অব ইন্ডিয়া