আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশব্যাপি ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

0
199

খুলনাটাইমস ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে শুক্রবার দেশব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইফার উদ্যোগে শুক্রবার সকালে বিভাগীয় ও ৬৪ জেলা কার্যালয়, ৫০৫টি উপজেলা বা জোন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্র, ৫৫০টি মডেল রিসোর্স সেন্টার, দেড় হাজারটি সাধারণ রিসোর্স সেন্টার, ৫৫৫টি মডেল লাইব্রের এক হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৪৬৫টি মক্তব ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমীসহ মোট ৭৮ হাজার ৪৭৪টি স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইফার সকল জেলা ও উপজেলা কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ অবদান’ শিরোনামে আলোচনা সভা, ক্বিরআত ও হামদ-না’ত মাহফিল অনুষ্ঠিত হবে। ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে আগামীকাল সকাল ৭টায় আজিমপুর কবরস্থানে এবং সকাল ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে আগামীকাল জুমার নামাজের পর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।