আনন্দ শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয় দিবসে খুবি’র কর্মসূচি

0
392

প্রেস বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধুর ৭ই মার্চর ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি পাওয়ায় আনন্দ উৎসব পালন ও খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এরমধ্যে আগামীকাল ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উউদযাপন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমারি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি পাওয়ায় আনন্দ উৎসব পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়াজন করা হয়েছে। শোভাযাত্রাটি সকাল ১১ টায় শিববাড়ি মোড় থেকে শুরু করে ময়লাপোতা মোড় হয়ে রয়েল চত্বরে গিয়ে শেষ হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যপ বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল, বিকল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৫ টায় শহীদ মিনার চত্তর, অদম্য বাংলা ও কটকা স্মৃতিসৌধ প্রদীপ প্রজ্জ্বলন ও ক্যাম্পাস আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।