আদালতে মামলা চলাকালে কলারোয়ার বসন্তপুর মাদরাসায় সদস্যদের ভোট গ্রহন

0
253

সাতক্ষীরা প্রতিনিধি:
আদালতে মামলা চলাকালে সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুর মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সদস্যদের ভোট গ্রহন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার বসন্তপুর মাদরাসায় এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলার গাজনা গ্রামের অভিভাবক সদস্য প্রার্থী হযরত আলী জানান-ভূয়া সদস্যেদের নিয়ে অভিভাবক সদস্য কমিটি গঠন করা হচ্ছে মর্মে তিনি আদালতে একটি পিটিশন মামলা নং-১৬৭/১৯ দায়ের করেন। সেখানে বিবাদী হিসাবে দেখানো হয়েছে-ওই মাদারাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, সাবেক সভাপতি আ: আজিজ বিশ^াস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে। তিনি আরো জানান- আদালত মামলাটি গ্রহন করে বিবাদীদের বিরুদ্ধে কারন দর্শানোর নোর্টিশ জারী করেছেন। কিন্তু আদালতে মামলা ও নোর্টিশ পেয়েও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, পূর্বের সভাপতি আব্দুল আজিজ বিশ^াস ও মাদরাসার সুপার নুরুল ইসলাম এ ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে সদস্যের নিয়ে ভোট গ্রহন করেছেন। এ বিষয়ে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদের মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন-আদালতের কারন দর্শানোর নোর্টিশ তিনি পেয়েছেন। তিনি আরো বলেন-ওই নোর্টিশে কোন নিষেধাক্ষা নেই যে ভোট করা যাবে না। এদিকে মাদ্রারাসার সুপার মাওলানা নুরুল ইসলামের কাছে মোবাইল ফোনে রাতে জানতে চাইলে তিনি বলেন-কারণ দর্শানোর নোর্টিশ তিনি পেয়েছেন। গত মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক স্যার তাকে বলেন-আদালতে তিনি শুনেছেন যে দুইজন সদস্যর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বাদ দিয়ে তিনি কমিটি গঠন বা সস্যেদের নিয়ে ভোট গ্রহন করতে পারবেন। সে অনুযায়ী মঙ্গলবার সকালে বসন্তপুর মাদারাসার ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে সদস্যদের নিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।