কলারোয়ায় ৭দিন ব্যাপী কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো উদ্বোধন

0
251

সাতক্ষীরা প্রতিনিধি:
কলারোয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে উপলক্ষে শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। ০১ থেকে ০৭ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৯ বাস্তবায়ন উপলক্ষে গত মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: মাহদি আল মাসউদ, অধ্যক্ষ ইউনুচ আলী,এমটিইআই রেজানউল্যা, স্বাস্থ্য সহকারী নুর মোহাম্মাদ, নজরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: কামরুল ইসলাম জানান-ফাইলেরিয়াসিস নির্মূল এবং কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বছরে দুইবার (এপ্রিল ও অক্টোবর মাসে) কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়। সপ্তাহব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদরাসা, কিন্ডার গার্ডেন, মক্তব ও এতিমখানাসমূহে ৫ থেকে ১২ এবং ১২ থেকে ১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত, ঝরেপড়া, পথশিশু ও শ্রমজীবী শিশুদের বিনামূল্যে কৃমি নাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানো হবে। এটি খালি পেটে খাওয়ানো যাবে না। খাওয়ার পর শিশুরা বমি করলে ভয়ের কিছু নেই। কৃমি নাশক ট্যাবলেট নিরাপদ ও শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। তিনি প্রতিটি স্কুলের শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো বিষয়ে পূর্ব থেকেই অবহিত করার জন্য সংশ্লিষ্টদের তিনি আহবান জানান।