আটরা গিলাতলায় ইউনিয়ন পরিষদের ড্রেন নির্মাণ কাজে বাধাঁ সৃষ্টি

0
419

খানজাহান আলী থানা প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার ১নং কলোনী হতে নদীর ঘাট পর্যন্ত ইউনিয়ন পরিষদ রাস্তার পাশ দিয়ে পাকা ড্রেন নির্মাণ কাজ চালু অবস্থায় কতিপয় ব্যক্তির বাধাঁ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম বলেন, “উক্ত ৪নং ওয়ার্ড এলাকার বর্ষা মৌসুমের পানি ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতর দিয়ে নিষ্কাশন হত, সম্প্রতি ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ উক্ত পানি তাদের এরিয়ার ভিতর দিয়ে প্রবেশ করতে দিবে না বলে ইতিপূর্বে জানিয়ে দেন ”। সেই লক্ষ্যে বর্ষা মৌসুমের আগে পানি নিষ্কাশনের জন্য দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে ড্রেনের কাজ শুরু করা হয়। এব্যাপারে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭টায় মুঠোফোনে বলেন, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে পানি প্রবেশ করতে না দেয়ায় এলাকার জলবদ্ধতা নিরসনে গতমাসে উপজেলা পরিষদের এক সভায় ড্রেন খননের সিদ্ধান্ত নেয়া হয় এবং সেখানে পাকা ড্রেন নির্মাণ করা হবে। যে বিষয়টি খুলনা জেলা প্রসাশকও অবহিত আছেন। কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে সেখানে(পাকা ড্রেন নির্মাণে) অযথা বাধাঁ সৃষ্টি করেছে এবং কাঁচাড্রেন হবে বলে ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলে। তিনি আরোও বলেন, পানি নিষ্কাশনের ড্রেনটি বর্ষা মৌসুমের আগে যাতে দ্রুত শেষ করে দেয়া যায় সেব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেছেন।