আজ ১১ই আগষ্ট বীরমুক্তিযোদ্ধা শহীদ এস.এম.এ রবের ১৮তম মৃত্যুবার্ষিকী

0
428

আজ ১১ই আগষ্ট শনিবার খুলনার গণমানুষের নেতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শহীদ এস.এম.এ রবের ১৮তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করার জন্য ঢাকা ও খুলনায় পৃথক পৃথকভাবে ব্যাপক কর্মসূচী পালিত হবে। শহীদ এস.এম.এ রব স্মৃতি পরিষদ, ঢাকার কমিটির উদ্যোগে ১১ ও ১২ইং আগষ্ট দুই দিন ব্যাপী শহীদ এস.এম.এ রবের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচী ঘোষণা করা হয়েছে। ১১ই আগষ্ট শহীদ এসএমএ রবের স্মরণে স্মরণসভা ও দোয়া এবং ১২ই আগষ্ট হাইকোর্ট মাজার মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। ১১ই আগষ্ট খুলনা বসুপাড়াস্থ কবরস্থানে সকাল ১১ টায় কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া এবং এতিমখানায় দারিদ্র ভোজের আয়োজন করা হবে। শহীদ এস.এম.এ রব স্মৃতি পরিষদের পক্ষ থেকে কর্মসূচী সফল করার জন্য শহীদ এস.এম.এ রবের জ্যেষ্ঠ পুত্র এস এম আরিফুর রহমান মিঠু সবাইকে আহবান জানিয়েছেন। অন্যদিকে ঢাকার কর্মসূচী সফল করার জন্য ঢাকাস্থ খালিশপুর উন্নয়ন ফোরামের সভাপতি ও শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদ ঢাকার সমন্বয়কারী মোঃ মঞ্জুর হোসেন ঈসা সবাইকে অনুরোধ করেছেন।

২০০০ সালের ১১ই আগষ্ট খুলনার সোনাডাঙ্গা সংলগ্ন নিজ বাড়ির সামনে জুমার নামাজ আদায় করতে গিয়ে সোনাডাঙ্গা এলাকায় অস্ত্রধারীদের গুলিতে খুলনার জননন্দিত নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, দানবীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএমএ রবকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার ১৮ বছর এলেও আজও প্রকৃত খুনীদের গ্রেফতার করা হয়নি। খুলনার সাধারন মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সকলেই এই হত্যাকান্ডের বিচার দাবী করেছেন এবং হত্যাকারী মূল হোতাদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।বিঞ্জপ্তিঃ