আজ থেকে শুরু ‘এ’ দলের প্রথম টেস্ট

0
321
বাংলাদেশ'এ', শ্রীলঙ্কা'এ', Bangladesh 'A', Srilanka 'A', rtvonline

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এরইমধ্যে পৌঁছে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। আর জাতীয় দল থেকে বাদ পড়া ও ঘরোয়া লিগে ভালো পারফর্ম করাদের নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

তুষার ইমরান, সৌম্য সরকার, আফিফ হোসেনদের নিয়ে করা দলটা এখন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে পৌঁছেছে শ্রীলঙ্কা ‘এ’ দলও।

৪ দিনের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। আবহাওয়া অনুকূলে না থাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সরিয়ে নেয়া হয়েছে ভেন্যু।

দ্বিতীয় ম্যাচ আবার কক্সবাজারের ভেন্যুতেই হবে। তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এদিকে দলের অন্যতম খেলোয়াড় নাজমুল ইসলাম অপু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ছবি শেয়ার করেন। যেখানে তাদের খোশমেজাজেই দেখা গেছে দলের সবাইকে।

আজ সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।

বাংলাদেশ ‘এ’ দল

সৌম্য সরকার, সাদমান ইসলাম, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম, আবু হায়দার ও মোসাদ্দেক হোসেন।

শ্রীলঙ্কা ‘এ’ দল
দিমুথ করুনারতেœ (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, শাম্মু আশান, মনোজ শরথচন্দ্র, প্রবাথ জয়সুরিয়া, লাকশান সান্দাকান, নিশান পেইরিস, শিহান মাদুশাঙ্কা, নিসালা থারাকা ও দিলেশ গুনারতেœ।
চারদিনের ম্যাচ সূচি

জুন ২৬-২৯ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

জুলাই ৩-৬ শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার

জুলাই ১০-১৩ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

একদিনের ম্যাচ সূচি

১৭ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

১৯ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

২২ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট