আজ থেকে আবাসন মেলা শুরু

0
405

খুলনাটাইমস অর্থনীতি: দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় আয়োজন আবাসন মেলা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের এ মেলা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। মেলায় ২৩০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া ৩০টি নির্মাণসামগ্রী এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। রোববার রাজধানীর সুন্দরবন হোটেলে সংবাদ সম্মেলনে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) এসব তথ্য জানান। এ সময় সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া ও সোহেল রানা বক্তব্য রাখেন। প্রতিবারের মতো এবারও আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব এ মেলার আয়োজন করছে। সংবাদ সম্মেলনে শামসুল আলামিন বলেন, রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে এই মেলা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি চার দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। মেলায় দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি; অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকেট প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেট প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকেট দিয়ে একজন দর্শনার্থী মেলা চলাকালে ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকেটের প্রাপ্ত অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে বলে জানান রিহ্যাব সভাপতি। মেলায় এন্ট্রি টিকেটের রাফ্রেল ড্র তে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। মেলার শেষ দিন ২৮ ডিসেম্বর শনিবার রাত ৯ টায় রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্র’তে এর ১ম পুরস্কার- ১টি প্রাইভেট কার, ২য় পুরস্কার ১টি মোটর সাইকেল, ৩য় পুরস্কার ফ্রিজ, ৪র্থ পুরস্কার ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৫ম পুরস্কার ১টি ওয়াসিং মেশিন এবং ৬ষ্ঠ পুরস্কার ১টি ডিপ ফ্রিজ। এছাড়া ড্র’তে আরও দশটি পুরস্কার রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা আয়োজন করছে রিহ্যাব।