আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

0
203

টাইমস বিদেশ :
সোমবার থেকেই আইনি লড়াই শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যখন যুক্তরাষ্ট্রজুড়ে বাইডেন সমর্থকরা উল্লাস করছে, আন্তর্জাতিক গণমাধ্যম যখন নিশ্চিত করছে, বাইডেনের জয়। তখন ট্রাম্প ভার্জিনিয়ায় গলফ খেলছিলেন। খেলা শেষ করে হোয়াউট হাউজে ফেরার পথে এক নববধূর সাথে ছবিও তোলেন। কয়েকদিনের টানটান উত্তেজনাকর নির্বাচনে হারার পরও প্রেসিডেন্টকে বেশ নির্ভারই মনে হয়েছে। নির্বাচনে জয়ের পর বাইডেন যথন মৈত্রী আর ঐক্যের কথা বলছেন, তখন ট্রাম্প বিবৃতিতে বলছেন, এখনো শেষ হয়নি নির্বাচনী লড়াই। জো বাউডেন কোন রাজ্যেই জয়ী হননি দাবি করে তিনি আরো বলেন, নির্বাচনি আইন প্রতিষ্ঠা করে বাইডেনকে না হারিয়ে থামবেন না তিনি। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গণতন্ত্রের স্বার্থে এবং মার্কিন জনগণের সত্যিকারের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাবেন তিনি। বাইডেন নির্বাচনে কোনওভাবেই জয়ী হননি, এমনটাও দাবি ট্রাম্পের। এরইমধ্যে উইসকনসিনে আবারও ভোট গণনার আবেদন করেছে ট্রাম্প শিবির। জর্জিয়ায় আবারো ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়া পেনসিলভেনিয়া, মিশিগান ও জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মামলা করেছে ট্রাম্প শিবির। যদিও এখনো অভিযোগের সপক্ষে শক্ত কোন প্রমাণ দেখাতে পারেনি তারা। এখন দেখার বিষয় ট্রাম্পের এসব আস্ফালন শুধুই কথার কথা, নাকি সত্যিকার অর্থেই অসম্ভবকে সম্ভব করে টিকে থাকতে পারবেন ক্ষমতায়।