আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনায় বর্ণাঢ্য র‌্যালী

0
172

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা গৌরবোজ্জ¦ল সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। বোরবার (৮ নভেম্বর) সকাল ৯টায় ঐতিহ্যবাহী খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা ও র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। র‌্যালীপূর্ব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না এবং খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল। আইডিইবি’র খুলনা জেলা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা খুলনা আইডিইবি’র সাবেক সভাপতি আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তৃতা করেন আইডিইবি’র কেন্দ্রীয় নেতা ও খুলনার সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” চয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑস্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ শফিউল্লা, মোঃ আসলাম আলী, আইডিইবি’র নেতা আলহাজ্ব প্রকৌশলী লুৎফর রহমান, আলহাজ্ব শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, মিজানুর রহমান, শফিউল কাদের, শামসুর রহমান, বেনজীর আহমেদ, বাদশা মোঃ হারুন, জহুরা জাবিন তমা, ওমর ফারুক, হুমায়ুন কবীর, শামসুল আরেফীন রনি, রাশেদুল ইসলাম, আল মামুন চৌধুরী, ইব্রাহিম আলম রুবেলসহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলী। উপস্থিত সকলেই স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন এবং আইডিইবি চত্বরে এসে র‌্যালীটি শেষ হয়।