অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ

0
245

খুলনাটাইমস বিদেশ : অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় আগামী শনিবার তাপদাহ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৪৮ ঘন্টার মধ্যে কয়েক হাজার পর্যটককে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। নতুন বছর উদযাপনের প্রাক্কালে মহাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় অন্তত আট ব্যক্তির প্রাণহানী ঘটে। সমুদ্র উপকূলের আশেপাশের এলাকার চারপাশ আগুন ঘিরে ফেলায় অবকাশ যাপনের জন্যে আসা লোকজন আটকা পড়ে। নিউ সাউথ ওয়েলস এর দমকল বিভাগ দক্ষিণ-পূর্ব এলাকায় প্রতিবেশী ভিক্টোরিয়া রাজ্য বরাবর সুপরিচিত অবকাশ কেন্দ্র ব্যাটম্যানস বে-এর প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) বিস্তৃত এলাকাকে বৃহস্পতিবার সকালে ‘পর্যটক মুক্ত অঞ্চল’ বলে ঘোষণা করেছে। পর্যটকদেরকে সেখান থেকে শনিবারের আগে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেখানে আবহাওয়ার পূর্বাভাসে উষ্ণ দমকা হাওয়া ও তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের (১০৪ ডিগ্রী ফারেনহাইট) বেশী অনুভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তবে, মঙ্গলবার ছিল এক মাসব্যাপী বিরাজমান দাবানল সংকটের সবচেয়ে ভয়াবহ দিন। অনেক পর্যটক ও স্থানীয় এলাকাবাসী বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দুই রাত কাটিয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ কয়েকটি রাস্তা অস্থায়ীভাবে নিরাপদ ঘোষণা করেছে। প্রদেশের পরিবহনমন্ত্রী এন্ড্রু কনসটান্স গণমাধ্যম এবিসি-কে জানিয়েছেন, এটি হবে সবচেয়ে বেশী সংখ্যক লোককে সরিয়ে নেয়ার ঘটনা। ভয়াবহ অগ্নিকা-ের আগেই এলাকা থেকে সরে যাওয়ার জন্য হাজার হাজার লোক প্রস্তুতি নিচ্ছে।