অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ বছর ৩৬ জনকে বৃত্তি প্রদান করবে

0
299

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি:
অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ বছর অভয়নগরের ১০ জনকে ট্যালেন্টপুলে ও ২৬ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি দিবে। গত ১৫ ডিসেম্বর সমিতির আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির ২শ’১৪ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। মঙ্গলবার ফলাফল প্রদান করা হয়েছে। মথুরাপুর পুড়াখালী মা: বিদ্যালয়ের সুমাইয়া খাতুন ও মো: আউলিয়া সরদার যথাক্রমে ১ম ও ২য় স্থান লাভ করেছে। সিংগাড়ী মডেল মা: বিদ্যালয়ের ফারহানা জান্নাতী ৩য়, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মা: বিদ্যালয়ের পূজা রাণী দাস ৪র্থ,নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের সানজানা রহমান ৫ম,আন্ধা মা: বিদ্যালয়ের সৌদিয়া নুসরাত ইভা ৬ষ্ঠ,মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাগর ব্যানার্জী ৭ম,মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রাহুল বিশ্বাস ৮ম,রাজঘাট জাফরপুর মা: বালিকা বিদ্যালয়ের রিয়া দে ৯ম ও আহম্মদ আলী সরদার মা: বিদ্যালয়ের মুনিয়া মুন ১০ম স্থান লাভ করেছে। এ দশ জন ট্যালেন্টপুলে বৃত্তি পাবে। নওয়াপাড়া পৌরসভার ওয়ার্ডভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো:১নং ওয়ার্ড থেকে শ্রাবন্তী পাল ও সোয়াইম আদনান,২নং ওয়ার্ডে মোসা: রাখি আকতার ও মাশরাফ রেজা,৩নং ওয়ার্ডে মোসা: জাহিদা আক্তার শান্তা,৬নং ওয়ার্ডে রাউফা আফরোজা তামান্না ও অর্পণ মন্ডল অনু,৭ নং ওয়ার্ডে শোয়েব শাহরিয়ার অরণ্য ও আঁখি আক্তার, ৯ নং ওয়ার্ডে শারমিন শিলা। ইউনিয়ন পর্যায়ে সাধারণ গ্রেড বৃত্তিপ্রাপ্তরা হলো:প্রেমবাগ ইউপি-বাধন শীল ও নাফিজা আক্তার নাহিন,সুন্দলী ইউপি-সৈকত সরকার ও সৌমিতা মন্ডল,চলিশিয়া ইউপি- প্রত্যাশা রায় পূজা ও দেব রায়,পায়রা ইউপি- শোভন হালদার ও জান্নাতুল ফেরদৌস,শ্রীধরপুর ইউপি- প্রীন্টন সমাজপতি ও শিউলী খাতুন, বাঘুটিয়া ইউপি সুমনা আফরিন ও সানজিদুল ইসলাম সাঈম, শুভরাড়া ইউপি- শিমলা খাতুন ও শেখ ফাহিম ফয়সাল, সিদ্দিপাশা ইউপি- ঋতু খাতুন ও রিয়াদ হাসান।