অভয়নগরে ভূমি জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

0
337

নওয়াপাড়া প্রতিনিধি: অভয়নগর উপজেলার মহাকাল মৌজায় অবস্থিত একশত পনের শতাংশ জমি জালজালিয়াতি করে ভোগদখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওই জমির ওয়ারেশ জগদীশ চন্দ্র ঘোষ সোমবার জেলা প্রসাশকের কাছে আবেদন করেছেন।
জগদিশ ঘোষ জানান, স্থানীয় বালিয়াডাঙ্গা গ্রামের দলিল লেখক আব্দুল করিম, মহকাল গ্রামের সুকুমার ঘোষ ও রবিন দে গং মিলে তার পিতার কাছ থেকে জালজালিয়াতির মাধ্যমে ১১৫ শতাংশ জমি জবর দখল করে ভোগ দখল করে আসছেন। উক্ত জমির তফলিশ হলো ১। সাবেক ২৩২ খতিয়ানের ২৪৭,২৪৮ দাগ ২। সাবেক ৩৪৯ খতিয়ানে ২৪৪,২৪৫ দাগ। ৩। সাবেক খতিয়ান ২৪৮ এর ২৪৮,২৪৯ ও ২৫০ দাগ। ৪। সাবেক ৬৬ খতিয়ানের ৭৫৩ দাগ ও ৫। সাবেক খতিয়ান ৫৮৪ এর ৩০৯ দাগ। জগদীশ চন্দ্রের অভিযোগ তার স্বর্গীয় পিতা সহজ সরল লোক ছিলেন। তিনি উক্ত তফশিল ভুক্ত জমি থেকে কিছু জমি আর এস রেকর্ডের আগে বিক্রয় করেছিলেন। কিন্তু গ্রহীতার দাতার সহি জালিয়াতি করে অতিরিক্ত ১১৫ শতাংশ জমি লিখে নিয়ে ছেন। পরে তারা আর এস রেকর্ডের মালিক বনে গেছেন। আর এস রেকর্ডের পরে জবর দখল করে এখন তারা বহাল তবিয়তে ভোগ দখল করছেন।