অভয়াশ্রম রক্ষায় কোস্ট গার্ড, বঙ্গোপসাগরে ১২ জেলে উদ্ধার

0
46

নিজস্ব প্রতিবেদক
বিশ্বের অন্যতম প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের চার ভাগের ৩ ভাগ এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড পশ্চিম জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ১ মার্চ হতে আগামী ৩০ এপ্রিল দুই মাস ব্যপি বাংলাদেশ সরকার কর্তৃক মাছের অভয়াশ্রম রক্ষার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ প্রেক্ষিতে সুন্দরবনের অভয়ারণ্য সমূহে যাতে অবাধে মাছ না ধরতে পারে সেজন্য নিয়মিতভাবে রুটিন টহল ও বিভিন্ন অপারেশন পরিচালনা করে আসছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধভাবে আহরিত জাটকা, চিংড়ি রেনু পোনা, ফাইস্যা পোনা ইত্যাদির সাথে জড়িত ব্যাক্তিবর্গকে আইনের আওতায় আনা হচ্ছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ১২ জেলে।

তিনি আরও বলেন, গত ২৩ মার্চ শনিবার বিকাল সাড়ে ৪টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে জানা যায়, পাথরঘাটা থেকে এমভি হানিফ নামক একটি ফিশিং বোট গত ১৫ মার্চ ২০২৪ তারিখ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১৯ মার্চ ২০২৪ তারিখ বোটের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে উক্ত বোটের মাঝি মাসুম মৌলভী এর মোবাইল নাম্বার ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করা হয় এবং তৎক্ষনাৎ কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশনস্) এর নির্দেশনা মোতাবেক কোস্ট গার্ড স্টেশন দুবলা এবং কচিখালী থেকে বোট যোগে ০২ টি উদ্ধারকারী দল উক্ত স্থানে প্রেরণ করা হয়। অতঃপর সন্ধায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল ১২ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে কোস্ট গার্ড স্টেশন দুবলা নিয়ে আসে এবং খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা বলে জানা যায়। জেলেদেরকে আজ তাদের স্বজনদের নিকট হস্থান্তর করা হয়।