অপমানিত হয়েও নাইজেরীয়দের ভালবাসার পাত্র ট্রাম্প

0
168

টাইমস বিদেশ :
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশগুলোকে ‘নোংরা দেশের’ তকমা দিয়ে অপমান করার পরও যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচানে তার জনপ্রিয়তায় ভাঁটা পড়তে দেখা যায়নি নাইজেরিয়ায়। দেশটির পূর্বের একটি নগরীতে শত শত নারী-পুরুষ ‘ট্রাম্প ২০২০’ লেখা টি-শার্ট পরে হাতে আমেরিকার পতাকা নিয়ে ডনাল্ড ট্রাম্পের সমর্থনে মিছিল করেছে। মিছিলের আয়োজক ড্যাডি হ্যাজেকায়াহ বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা আপনার জয়ের আনন্দে চিৎকার করতে পারি।’’ অথচ এই ট্রাম্পই আফ্রিকার অধিবাসীদের নিয়ে অসম্মানজনক কথা বেশি বলেছেন। তিনি আফ্রিকানদের ‘শিটহোল’ আখ্যা দিয়ে বলেছিলেন, আফ্রিকানরা ‘একবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারলে সেখানেই থেকে যায়’, কখনওই আর নিজ দেশে ফেরত যাওয়ার নাম করে না। এ বছর ট্রাম্প যে কয়টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ করেন নাইজেরিয়া তার একটি। তারপরও আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল এই দেশটিতে ট্রাম্প জনপ্রিয়। আফ্রিকার আরেক দেশ কেনিয়ার বেশিরভাগ মানুষও ট্রাম্পের উপর আস্থাশীল। গত জানুয়ারিতে এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে ৫৮ শতাংশ নাইজেরীয় বিশ্বনেতা হিসেবে ট্রাম্পের উপর আস্থা রাখেন। নাইজেরিয়ার সবচেয়ে বড় নগরী লেগসের ট্যাক্সি চালক মাইকেল ওনিয়েওনোরো আক্ষেপের সুরে বলেন, ‘‘যদি আমরা ট্রাম্পের মত একজন মানুষ পেতাম…যদি নাইজেরিয়া তার মত একজন নেতা পেত, তবে নাইজেরিয়া বসবাসের জন্য আরও উত্তম দেশে পরিণত হত। আমাদের বাইরের দেশে যাওয়ার প্রয়োজন পড়ত না।”