বাইডেন-বিরোধী অবস্থানে রাশিয়ার সম্প্রচারমাধ্যম

0
154

টাইমস বিদেশ :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ডনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেনের তীব্র সমালোচনায় মুখর হয়েছে রাশিয়ার প্রধান আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আরটি। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের নির্বাচনী দিন পর্যন্ত এক সপ্তাহে আরটি’র প্রতিবেদন, ধারাভাষ্য ও টুইটগুলো ছিল প্রায় পুরোপুরিই বাইডেন-বিরোধী। তাছাড়া, গতমাস জুড়েও আরটি’র অফিসিয়াল পেজে প্রকাশিত মার্কিন নির্বাচন সংক্রান্ত ৩০ টিরও বেশি প্রতিবেদনে ট্রাম্পের সমালোচনা ছিল খুবই সামান্য। একটি প্রতিবেদনে রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং অন্য দুটি প্রতিবেদনে রাশিয়ার মিত্র চীনের প্রতি বেশি আগ্রাসী হওয়ার কারণে ট্রাম্পের সমালোচনা করা হয়। আবার কয়েকটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের দুর্নীতিপরায়ণ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অভিযোগ তুলে ট্রাম্প-বাইডেন দুইজনেরই সমালোচনা করেছে আরটি। তবে আরটি’র বেশিরভাগ প্রতিবেদনেই অনেকটা একপেশেভাবে ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেনকে নিয়ে নেতিবাচক প্রচার চালানো হয়েছে।