মাহেন্দ্র গাড়ীর রুট পারমিটের দাবীতে ডুমুরিয়ায় মাহেন্দ্র-ইজিবাইক মালিক-শ্রমিক -ছাত্র-জনতা ঐক্য পরিষদের মানববন্ধন

0
373

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় মাহেন্দ্র-ইজিবাইক মালিক-শ্রমিক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের আয়োজনে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক সড়কে চুকনগর ভায়া ডুমুরিয়া টু গল্লামারী পর্যন্ত নির্বিঘেœ চলাচলের দাবীতে এক মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে ডুমুরিয়া মহাবিদ্যালয় ও শহীদ স্মৃতি মহিলা মহা বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীসহ প্রায় সহ¯্রাধিক বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করে। খুলনা-সাতক্ষীরা সড়কে প্রায় আধা কিলোমিটার দের্ঘ্য এবং ঘন্টাব্যাপী শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যদেন খুলনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান অভিজিত চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, সংগঠনের সদস্য সচিব আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, আ’লীগ নেতা আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, আছফার হোসেন জোয়াদ্দার, প্রভাষক মল্লিক নাছিমুল ইসলাম, বিষ্ণুপ্রসাদ মল্লিক, সাংবাদিক কাজী আবদুল্লাহ, ওয়ার্কাস পার্টির নেতা সেলিম আক্তার স্বপন, ব্যবসায়ী তপন সাহা, জামিল আক্তার লেলিন, গাজী রকিবুল ইসলাম, কবি তুষার দত্ত, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, মাহেন্দ্র মালিক সমিতির নেতা শেখ মফিজুর রহমান, প্রদীপ জোর্দ্দার, আঃ ররহমান, মহিলা নেত্রী শিলা মন্ডল, তহমিনা বেগম, তুষার কান্তি কবিরাজ, কলেজ ছাত্রী মুস্তাহিনা ফারিহা ঐশি, জয়া দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহেন্দ্র গাড়ির বৈধ কাগজপত্র থাকা সত্তে¡ও তাদেরকে রুট পারমিট দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট বিআরটিএ কর্তৃপক্ষ অনিয়মভাবে আঞ্চলিক সড়কে মাহেন্দ্র চলাচলে রুট পারমিট দেওয়া বন্ধ রেখেছে। যার কারণে এসব চালকদের হয়রানীর শিকার হতে হচ্ছে। অবিলম্বে মাহেন্দ্র গাড়ির রুট পারমিট দিয়ে সড়কে চলাচলের অনুমতি দেওয়ার জন্য জোর দাবী জানানো হয়। এ প্রসঙ্গে বিআরটিএ’র খুলনার সহকারী পরিচালক এমডি আবুল বাশার বলেন, আটো রিক্সা কোন হাইওয়ে সড়কে চলাচলের আইন নেই। তাদেরকে মেট্রো এলাকায় চালাতে হবে। তাহলে আমরা রুট পারমিট দিব। কিন্তু মাহেন্দ্র চালকদের অবৈধ দাবী আমরা কিভাবে বাস্তবায়ন করবো। তাদের অযৌক্তিক আন্দোলন করে কোন লাভ হবে না।