ব্র্যাক ব্যাংকের আমানত বেড়েছে ২০ শতাংশ

0
349

খুলনাটাইমস অর্থনীতি : চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৬ কোটি টাকা।এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। স্থানীয় ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক এবং পুঁজিবাজার বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে সেলিম আর এফ হোসেন বলেন, ২০১৯ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সলো ভিত্তিতে ব্র্যাক ব্যাংক ২৪ হাজার ৬৬ কোটি টাকার আমানত সংগ্রহ করেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২০ হাজার ১২৮ কোটি টাকা। প্রবৃদ্ধির পরিমাণ ২০ শতাংশ। ঋণ বিতরণ ১৩ শতাংশ বেড়ে ২২ হাজার ১০৯ কোটি টাকা থেকে ২৫ হাজার ৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।আয় ১২ শতাংশ বেড়ে ১ হাজার ৪০৮ কোটি টাকা থেকে ১ হাজার ৫৭৮ কোটি টাকা হয়েছে। খেলাপি ঋণ ৩ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪ শতাংশ হয়েছে। পরিচালনা মুনাফা ১৫ দশমিক ২ শতাংশ বেড়ে ৬৩৪ কোটি টাকা থেকে ৭৩০ কোটি টাকা হয়েছে।কর পূর্ববর্তী মুনাফা ৯ শতাংশ বেড়ে ৬১৮ কোটি টাকা হয়েছে। তবে কর পরবর্তী মুনাফা ৪ শতাংশ কমে ৩৯২ কোটি টাকা থেকে ৩৭৭ কোটি টাকা হয়েছে। সেলিম আর এফ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে। মিডিয়াম টার্মে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে।প্রতিকূল বাজার পরিস্থিতি সত্ত্বেও এসএমই ও রিটেইল সেগমেন্টের অ্যাসেট প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রয়েছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে তারল্য বৃদ্ধি করা ও মানি মার্কেটের ওপর নির্ভরশীলতা হ্রাস করা। যা আমরা অর্জন করতে পেরেছি। ডিজিটাইলেশন ট্রানফরমেশন স্ট্র্যাটেজিতে আরও গতিশীলতা আনা হয়েছে। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ, সাব্বির হোসেন, মোহম্মদ মাসুদ রানা, কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন এবং ট্রেজারি ও এফআইএস বিভাগের প্রধান শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।