আশাশুনি উজ্জীবিত কারিগরি সেবা প্রদানকারী সংঘ উদ্বোধন

0
472

মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা) থেকে :
আশাশুনি উজ্জীবিত কারিগরি সেবা প্রদানকারী সংঘ এর উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্ট্রোম ফাউন্ডেশনের অর্থায়নে, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের বাস্তবায়নে বুধবার বিকালে সংঘের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মর্যাদা ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের সহযোগিতায় ও উজ্জীবিত কারিগরি প্রদানকারী সংঘের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সীডস প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভেটেরিনারী সার্জন ডাঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্টার শেখ ইকতেয়ার উদ্দিন আহমেদ মুরাদ, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক শারমীন চৌধুরী ও উপসহকারী কৃষি কর্মকর্তা দীপংকর কুমার মল্লিক। প্রোগ্রাম অফিসার খায়রুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংঘের সভাপতি ভোলানাথ সরকার, নীলুফা খাতুন, সোনিয়া সুলতানা, ও আরিফা সুলতানা। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, আছাদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার রোকনুদ্দীন, সাস উপজেলা সম্বয়কারী মনজীল সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর পলাশ প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।