ফার্নান্দিনহোর আত্মঘাতি গোলে পয়েন্ট হারালো সিটি, নিউক্যাসেলের কাছে পরাজিত চেলসি

0
227

খুলনাটাইমস স্পোর্টস : ফার্নান্দিনহোর শেষ মুহূর্তের আত্মঘাতি গোলে ক্রিস্টাল প্যালেসের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে নিউক্যাসেলে কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শীর্ষ চারে নিজেদের টিকিয়ে রাখার স্বপ্ন আরো একবার ভঙ্গ হয়েছে চেলসির। প্রিমিয়ার লিগের ব্যস্ত একটি দিনে গতকাল প্রথমবারের মত ইংলিশ ফুটবলের সর্বোচ্চ ঘরোয়া আসরে নরউইচে মাঠের পাশে রাখা ভিএআর মনিটরটি ব্যবহার করা হয়েছে। বোর্নমাউথকে ১-০ গোলে পরাজিত করে জয় তুলে নিয়েছে নরউইচ। ওয়াটফোর্ডের সাথে গোলশুণ্য ও শেফিল্ড শিল্ডের সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে টটেনহ্যাম ও আর্সেনাল। তবে ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটি ছিল সবচেয়ে নাটকীয়তায় পূর্ণ। কাল ছিল সিটি বস পেপ গার্দিওলার ৪৯তম জন্মদিন। কিন্তু ম্যাচ শেষে স্বাগতিক সমর্থকদের তা উদযাপনের সুযোগ দেয়নি সিটিজেনরা। ফার্নান্দিনহোর শেষ মুহূর্তের বড় একটি ভুলে আরো একবার সিটির শিরোপা ধরে রাখার মিশন হোঁচট খেয়েছে। লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের থেকে বর্তমান চ্যাম্পিয়নরা এখন ১৩ পয়েন্ট পিছিয়ে গেছে। গার্দিওলা বলেছেন, ‘ম্যাচটি বেশ কঠিন ছিল। বিশেষ করে কর্ণার থেকে তাদের শ্যুটগুলো এতটাই নিখুঁত ছিল যে আমাদের কোন সুযোগই ছিল না। আমরাও অনেক সুযোগ পেয়েছি, কিন্তু দূর্ভাগ্যবশত জয় নিয়ে মাঠ ছাড়তে পারিনি।’ এভারটন থেকে ধারে খেলতে আসা টার্কিশ স্ট্রাইকার চেঙ্ক টোসান কাল লিগে প্রথমবারের মত মূল একাদশে সুযোগ পেয়েছিলেন। আর প্রথম দলের সাথে মাঠে নেমেই ৩৯ মিনিটে মার্টিন কেলির ফ্লিকে গোল করে ঈগলসদের এগিয়ে দেন। এটি ছিল ক্রিস্টালের হয়ে তার প্রথম গোল। ৮২ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে ম্যাচে সমতা ফেরায় ম্যান সিটি। ক্লাবের হয়ে ৩৬০ ম্যাচে এটি আর্জেন্টাইন এই স্ট্রাইকারের ২৫০তম গোল। ৮৭ মিনিটে বেঞ্জামিন মেন্ডির ক্রস থেকে আগুয়েরো হেডের সাহায্যে সিটিজেনদের এগিয়ে দেন। কিন্তু ৯০ মিনিটে জাহার ক্রস থেকে ফার্নান্দিনহো নিজের জালেই বল পাঠালে আত্মঘাতি গোলের লজ্জায় পড়ে এক পয়েন্ট হারায় স্বাগতিকরা। সেন্ট জেমস পার্কে নিউক্যাসেলকে পরাজিত করে চেলসি লিগ টেবিলে তাদের অবস্থান সুসংহত করতে পারতো। কিন্তু ম্যাচ শেষের মাত্র ২০ সেকেন্ড আগে ইতাস হেইডেনের হেড আটকানোর সাধ্য ছিল না চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগার। ১-০ গোলে পরাজিত হয়ে এখন শীর্ষে চারে টিকে থাকাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। গত চার লিগ ম্যাচে এটাই চেলসির প্রথম পরাজয়। পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে চেলসি এখন মাত্র পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। টানা চার লিগ ম্যাচে জয়বিহীন নিউক্যাসেলের জন্য এই জয়টা দারুন প্রয়োজন ছিল। ম্যাচ শেষে চেলসি বস ফ্র্যাংক ল্যাম্পার্ড বলেছেন, ‘আমরা অনুশীলনে ফিনিশিংয়ের উপর কোন কাজ করিনি। কিন্তু এই জায়গায় আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে। আমার মনে হয় খেলোয়াড়রা আমার কাছ থেকে প্রয়োজনীয় বার্তা পেয়ে গেছে।’ ওয়াটফোর্ডের মাঠে টটেনহ্যামকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ৭০ মিনিটে ট্রয় ডিনের পেনাল্টি রুখে দেন স্পার্স গোলরক্ষক পাওলো গাজানিগা। এরিক লামেলার শেষ মুহূর্তেও শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন ওয়াটফোর্ডের বদলী মিডফিল্ডার ইগনাসিও পুসেত্তো। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ইংলিশ অধিনায়ক হ্যারি কেন মাঠের বাইরে থাকার পর থেকে টানা তিনটি লিগ ম্যাচে জয়বিহীন রয়েছে টটেনহ্যাম। ২৬ ডিসেম্বর থেকে চারটি লিগ ম্যাচে জয় না পাওয়া হোসে মরিনহোর দল চেলসির থেকে আট পয়েন্ট পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে। এদিকে শীর্ষ চারের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে থাকা আর্সেনাল শেফিল্ড ইউনাইটেডের প্রতিরোধের মুখে জয় পায়নি। এবারের লিগে ব্লেডসরা আরো একবার নিজেদের দারুনভাবে প্রমান করেছে। এমিরেটস স্টেডিয়ামে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেলি বুকায়োর সাকার ক্রস থেকে প্রথমার্ধের স্টপেজ টাইমে ডেডলক ভাঙ্গেন। কিন্তু ৮৩ মিনিটে জন ফ্লেক শেফিল্ডের হয়ে সমতা ফেরালে জয় পাওয়া হয়নি আর্সেনালের।