প্রতিবন্ধীদের বেসিক আইসিটি প্রশিক্ষণের ৯ম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত

0
294

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ২০ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের ৯ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী রবিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান। সভাপত্বি করেন খুলনা বিসিসির ম্যানেজার (নেটওয়ার্ক অপারেশন ও আঞ্চলিক পরিচালক) শেখ মফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রশিক্ষকগণ সোহেল রানা, শিবলী আবেদীন, বিসিসি’র অন্যান্য কর্মকর্তাগণ ও সাংবাদিক বৃন্দ। উক্ত প্রশিক্ষণটিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ২০ জন প্রতিবন্ধী ব্যক্তি প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।