নতুন প্রজম্মকে আওয়ামীলীগের ইতিহাস জানাতে হবে – মন্নুজান সুফিয়ান

0
244

খবর বিজ্ঞপ্তি:
নতুন প্রজম্মকে আওয়ামীলীগের ইতিহাস জানাতে হবে,নতুন প্রজম্মকে বোঝাতে হবে দেশ,জাতি এবং বঙ্গবন্ধুর জীবনী তাহলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। বুয়েটের ছাত্র আরবার হত্যার পরেই প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিয়েছেন, হত্যাকারীরা আইনের আওতায় এসেছে-তাদের বিচার হচ্ছে তারপরেও আন্দোলন করতে চায় কারা প্রশ্নরেখে তিনি বলেন, তথাকথিত আন্দোলনকারীদের এ জাতি চিনে,তারা হলো বিএনপি-জামাত। এরা দেশেকোন ঘটনা পেলেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
4শনিবার সন্ধ্যায় খালিশপুরের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী, সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান একথা বলেন। প্রধান অতিথি আরো বলেন , বর্তমান সরকার দীর্ঘ দশ বছর লাগাতারভাবে দেশের উন্নয়ন করে দেশ পরিচালনা করছে সভা-সমাবেশের মাধ্যমে সাধারন মানুষের নিকট সেই সুখবর পৌঁছে দেয়ার জন্য আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের প্রতি আহবান জানান।
শেখসেলিম আহমেদের সভাপতিত্বে এবং জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন খালিশপুর থানা সভাপতি আলহাজ্ব একেএম ছানাউল্লাহ নান্নু । বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর সাধারন সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান, প্রধান বক্তা ছিলেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসার, আরো বক্তৃতা করেন মহানগর নেতা শেখ মোঃ ফারুক আহমদ , আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, , শেখ মুরাদ হোসেন, খালিদ হোসেন, কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ।