৮নং ওয়ার্ড আ’লীগের লিটন সভাপতি, বাবলু সম্পাদক

0
245

খবর বিজ্ঞপ্তি:
মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ওয়ার্ড গুলির সম্মেলন শুরু হয়েছে। ইতোমধ্যে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোন প্যানেল না পড়ায় আব্দুস সাত্তার লিটনকে সভাপতি এবং এ এস এম কামরুজ্জামান কে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে সম্মেলনের উদ্বোধন করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু। সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার লিটন। সাধারণ সম্পাদক এ এস এম কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খূলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, মো. আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, প্রধান বক্তার বক্তৃতা করেন খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার। অধিবেশনে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর পারভীন আক্তার। দ্বিতীয় অধিবেশনে খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু সভার সভাপতিত্ব করেন। এসময়ে তিনি পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে অধিবেশনে কাউন্সিলরদের কাছে প্যানেল সহ প্রার্থীদের নাম প্রস্তাবের আহবান জানান। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নাম বা প্যানেল জমা না পড়ায় আব্দুস সাত্তার লিটনকে সভাপতি এবং এ এস এম কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক কাউন্সিলররা সর্বসম্মতিতে সমর্থন করেন। কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এ সময়ে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে থানা ও মহানগর আওয়ামী লীগ দপ্তরে জমা প্রদানের জন্য আহবান জানানো হয়।