দেবহাটা পারুলিয়ার এক মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় প্রাচির নির্মানের পায়তারা : ১৪৪ ধারা জারি

0
422

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার খেজুর বাড়িয়ায় এক মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় প্রাচীর নির্মানের পায়তার চালাচ্ছে এলাকার কিছু স্বার্থন্বেষি ব্যক্তি। ভুক্তিভোগী পরিবারের পক্ষে আদালতে মামলা। শাান্তি শৃংখলা রক্ষায় আদালত কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়েছে। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে।জানাযায়, উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত ড. মিনহাজ উদ্দীন আহমেদের পূত্র মুক্তিযোদ্ধা জামশেদ আলমের বাড়ি যাতায়াতের একমাত্র পথটি একই গ্রামের মৃত ধনির উদ্দীন পাড়ের পূত্র তৌহিদুল ইসলাম (৩০) ও তার বাহিনী দীর্ঘ দিন ধরে প্রাচীর নির্মান করার পায়তারা চালিয়ে আসছে।এ ব্যপারে মুক্তিযোদ্ধা জামশেদ আলমের ভাই রশিদুল আলম (৫৫) বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- পি-১২৮২/১৯। মামলার এজাহার মতে জানা গেছে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া মৌজার জেএলনং-২৫, এসএ ৩৩৩৫ নং খতিয়ানের ৩২২৭ দাগের হাল ৮০১৭ নং খতিয়ানের ৮০৪১ দাগের .০৬৯ একর ভূমির মধ্যে পূর্বপাশের্^ ০.১ একর। এসএ ৯৬৩ খতিয়ানে খারিজ মতে ৪৮৩৬ নং খতিয়ানে ৩২২৭ দাগে পূর্ব পাশের্^ .০১ একর, ৩২২৮ দাগের হাল ৬৪৬ নং খতিয়ানের হাল ৮০৪২ দাগের ১.০৪ একরের পূর্ব পাশের্^ .০২১/২ একর এবং ঐ থানা ঐ মৌজার ১নং খতিয়ানে ৩২৫৯ দাগে .২১ একর, যাহা সরকারী খাস জমি এবং ১ম পক্ষসহ এলাকাবাসীর চলাচলের রাস্তা হিসেবে ব্যবহ্নত হওয়ায় নালিশী .২৩ একর বিরোধীয় ভূমি। এই চলাচলের রাস্তাটি বিবাদীগত ইং ২৮/০৭/২০০৯ তারিখে দখলের চেষ্টা করলে এলাকাবাসী দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিলে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দ্বারা তদন্ত করেন। ঐ তদন্তে ৩২৫৯ দাগে .২১ একর সম্পত্তি খাস জমি বলে রিপোর্ট দিলে ইউএনও বিবাদীদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা সেটি না করে গত ২৩/১০/১৯ তারিখে জোরপূর্বক দখল করে প্রাচীর দেয়ার চেষ্টা করে। এ বিষয়ে বিজ্ঞ আদালত দেবহাটা থানার ওসিকে পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃংখলা বজায় রাখা এবং এসি ল্যান্ডকে নালিশী সম্পত্তির দখল বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দিয়েছেন।