দেবহাটায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর গাছ কেটে সাবাড় : থানায় অভিযোগ!

0
98

বিশেষ প্রতিনিধি: দেবহাটায় অবসরপ্রাপ্ত কর্মচারী উপজেলা নির্বাহী অফিসারের সাবেক প্রসেস সার্ভারের মৎস্য ঘেরে প্রবেশ করে গাছ কর্তন ও জীবন নাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় উপজেলা কাজিমহল্লা গ্রামের মৃত বাসতুল্লাহ গাজীর পুত্র আফতাবউদ্দীন বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগে আফতাবউদ্দীন জানান, আমি দীর্ঘদিন ধরে গাজীরহাট-কামটা সড়কের দক্ষিন পাশ্বে বিলে নিজস্ব জমিতে মৎস্য ঘের পরিচালনা করে আসছি। বুধবার আমার ঘেরের ভেড়ি বাধ উচু করার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করি। বেলা ১১টার দিকে হঠাৎ পাশ্ববর্তী ঘের ব্যবসায়ী কাজিমহল্লা গ্রামের মৃত আব্দুল গফ্ফারের পুত্র আব্দুল অদুত ও তার পুত্র আব্দুল ওয়াহেদ আমার ঘেরের ভেড়িতে লাগানো কলাগাছ কেটে সাবাড় করে। এসময় আমি সহ আমার শ্রমিকরা গাছ কাটতে নিষেধ করলে অদুত ও পুত্র তাদের হাতে থাকা দা-কুড়াল নিয়ে আমাকে মেরে ফেলার জন্য ছুটে আসে। এসময় আমি আতœরক্ষার জন্য নিরুপায় হয়ে সেখান থেকে দৌড়ে অন্যত্র সরে গেলে তারা আমাকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন গালাগালাজ করে চলে যায়।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।