দেবহাটায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে স্মরণ করল মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসের ইতিকথা

0
267

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে স্মরন করল মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসের ইতিকথা। ৬ ডিসেম্বর ১৯৭১ দেবহাটার মুক্তিকামী গণমানুষের এক অবিস্মরণীয় দিন। এ দিন পাকিস্তানী শোষকদের অনুচর খান সেনাাদের হটিয়ে তাদের কাছ থেকে দেবহাটাকে মুক্ত করেছিল এলাকার মুক্তিপাগল দামাল ছেলেরা।মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনে দেবহাটা উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিল, আকাশে-বাতাসে উড়েছিল লাল সবুজের বিজয়ের পতাকা। ্র এলাকার মানুষের মুখে ফুটে উঠেছিল আনন্দের হাসি । এই দিনে দেবহাটার মানুষ খুজে পেয়েছিল দীর্ঘ দিনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত যুদ্ধ বিজয়ের স্বাধ। দিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এসে শেষ হয়।পরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র,উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদ্যবিলুপ্ত উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ^াস,জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির ষভাপতি আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী,দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, অর্থ কমান্ডার সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,আব্দুল হক, দেবহাটা সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ইদ্রিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, মরহুম ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের পুত্র বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাতক্ষীরা জেলা সভাপতি আবু রাহান তিতু, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলমসহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ। শেষে অসহায় ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরন করা হয়।