তালা প্রেসক্লাবের অভিনন্দন

0
437

তালা প্রতিনিধি :সাতক্ষীরার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক আবেদ খান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনি: সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুজ্জামান ভুলু, ক্রীড়া সম্পাদক মো:রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম রসূল, কার্যকারী সদস্য সুলতান আহম্মেদ, খলিলুর রহমান, লিথু, অর্জুন বিশ্বাস, প্রভাষক নজরুল ইসলাম, আকবর হোসেন, সদস্য আব্দুল জব্বার, এসএম লিয়াকাত হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, ইলিয়াস হোসেন, সেকেন্দার আবু জাফর, নুর ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান মিঠু, খলিলুর রহমান, কাজী লিয়াকাত, আজমল হোসেন জুয়েল, তাজমুল ইসলাম, আসাদুজ্জামন রাজু, সুমন রায় গণেশ, রবিউল ইসলাম, মিজানুর রহমান, এসকে রায়হান প্রমুখ।
উল্লেখ্য, সোমবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ সদস্যের নাম প্রকাশ করেছে। পিআইবি আইন, ২০১৮-এর ৭ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে। আবেদ খান পিআইবিতে সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হলেন। তিনি প্রকাশিতব্য দৈনিক জাগরণের সম্পাদক। মুক্তিযোদ্ধা আবেদ খান অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। তিনি দৈনিক ভোরের কাগজ, যুগান্তর এবং সমকালেও সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার বাড়ি সাতক্ষীরা সদরের রসূলপুর গ্রামে।