ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৮ম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

0
418

ফিরোজ আহম্মেদ : ঝিনাইদহে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল। আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এসময় জেলা ৬৭ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা সেসময় বলেন, জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ার উদ্দেশ্যে ২০১০ সালে সারাদেশে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করা হয়। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে। তাই নাগরিক সেবা আরও সহজতর করার জন্য উদ্দ্যোক্তাদের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অনুপ কুমার অধিকারী।