ফকিরহাটে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি

0
391

এম জাকির হোসেন, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়ে) প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার পৃথক সময়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনা বৃদ্ধিমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে ফকিরহাট সদর ইউনিয়নে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সহকারী কমিশনার (ভ‚মি) প্রিযাংকা পাল, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, প্রকল্পের উপজেলা সম্বনয়কারী মোছাঃ মাজেদা খাতুন, কাজী বেলাল সাঈদ, ইউপি সদস্য খান শামিম হামান, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, আঃ জব্বার শেখ, সিএসএস প্রতিনিধি মুনিরা বিশ^াস সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন সকাল ১০টায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ইউপি সচিব মোঃ সোহেল রানা, প্রকল্পের উপজেলা সমন্ময়কারী মোছাঃ মাজেদা খাতুন, সিএসএস’ ওয়াশ প্রকল্পের এরিয়া অফিসার সিএসএস গোবিন্দ কুমার রায়, ইউনিয়ন ফ্যাসিলিটেটর শর্মিলা আজগর খাদিজা, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, শেখ লিয়াকত হোসেন, মোঃ হাফিজুর রহমান, গ্রাম আদালত সহকারী ফারজানা আক্তার, সেলিম হাওলাদার খোকন, মোঃ আনোয়ার হোসেন, আবু তালেব প্রমূখ।
অপরদিকে, মূলঘর ইউনিয়নে এদিন বেলা ১১টায় এক র‌্যালি বের হয়। এসময় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, মুক্তিযোদ্ধা আবু বকর শেখ, ইউপি সদস্য মুজিবুর রহমান, অনাদি বিশ^াস, আঃ কুদ্দুস সরদার, সাধনা রানী মন্ডল, রিনা পারভীন, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, গ্রাম আদালত সহকারী নারায়ন হালদার, সিএসএস প্রতিনিধি লাকি রায়, ফেরদাউস শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুরুপ, নলধা-মৌভোগ ইউনিয়নে র‌্যালি বের হয় এদিন সকাল সাড়ে ১০টায়। এসময় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, ইউপি সচিব ম. আলতাফ মাহমুদ, খান মাহফুজুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ কেরামত আলী, মকলেচুর রহমান, ইউপি সদস্য কওসার আলী মোল্লা, নিক্সন খা, নিতিশ ঢালী, আলতাপ সরদার, মোঃ হান্নান শাহ, সন্ধ্যা রানী মন্ডল, ইলা রানী রায়, নাজমা বেগম, শিক্ষক এ সুকুর আলী খান, উত্তম কুমার, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম, সিএসএস প্রতিনিধি মিতা মল্লিক, সঞ্জয় মজুমদার সহ ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেতাগা, লকপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়া-মানসা, নলধা-মৌভোগ, মুলঘর ও শুভদিয়া ইউনিয়নে পৃথক র‌্যালি সার্বিকভাবে পরিচালনা করেন প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, জেলা কো-অর্ডিনেটর মোঃ জহির উদ্দিন ও উপজেলা সম্বনয়কারী মোছাঃ মাজেদা খাতুন।