জলঢাকায় প্রীতি নারী ফুটবল ম্যাচে দর্শক ঢল

0
286

খুলনাটাইমস স্পোর্টস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা জলঢাকা উপজেলায় আজ অনুষ্ঠিত হলো নারী প্রীতি ফুটবল ম্যাচ। উপজেলা পরিষদের আয়োজনে এ ম্যাচ দেখতে জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দর্শকের ঢল নামে। মুজিববর্ষ উপলক্ষে ১০ সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে ম্যাচে রংপুর নারী ফুটবল দল ৩-১ গোলে দিনাজপুর নারী ফুটবল দলকে পরাজিত করে। প্রথমার্ধে ২টি গোল করে এগিয়ে থাকে রংপুর নারী ফুটবল দল। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে ৩ ব্যবধানে এগিয়ে যায় রংপুরের নারীরা। সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উওঠা দিনাজপুর দল ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে একটি গোল পরিশোধ করে। ৬০ মিনিটের ম্যাচে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর দল। এর আগে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলঢাকা উপজেলার ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা। জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ জানান, মুজিববর্ষ উপক্ষে আগামী ৭ ফেব্রুয়ারী থেকে জলঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট শুরু হবে। তারই প্রস্তুতি হিসেবে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।