খুমেক হাসপাতালে অর্থ অভাবে মৃত্যুর প্রহর গুনছে আব্দুল্লাহ

0
424

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ নগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার ইসলামীয়া কলেজ রোর্ডের নওমুসলিম আব্দুল্লাহ মা অঞ্জলী ঘোষ এবং মামা সুশান্ত ঘোষ ইসলাম ধর্ম গ্রহন করার পর গেল রমজান মাসে বিশ^নাথ ঘোষ (৩৯) তার পাঁচ বছরের শিশু পুত্র বিজয় কুমার ঘোষকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহনের পর নিজের নাম রাখেন মোঃ আব্দুল্লাহ শেখ এবং শিশু পুত্রের নাম রাখেন মোঃ রহমাতুল্লাহ শেখ। ইসলাম ধর্ম গ্রহনের পর আব্দুল্লাহ’র স্ত্রী তার কন্যাকে নিয়ে তাকে ছেড়ে চলে যায় একই সাথে পরিবারের আত্মিয় স্বজনদের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নওমুসলিম আব্দুল্লাহ শিশু পুত্র রহমতুল্লাহ শেখকে ভর্তি করে একটি হাফিজিয়া মাদ্রাসায়। কাজ কর্ম করে কোন রকম দিন চলতে থাকে হঠাৎ করে চরম অসুস্থ হয়ে পড়ে সে। ২১ অক্টোবর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মানববধিকার একজন কর্মী। হাসপাতালের ডাঃ মোজাম্মেল হোসেনের তত্বাবধনে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে চিকিৎসক জানিয়েছেন তার মলদ্বারে ডিউমার হয়ে ক্যান্সারের লক্ষণ দেখে যাচ্ছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা করে অপারেশনের ব্যবস্থা করা না হলে তাকে বাচানো সম্ভব হবে না। এই অবস্থায় টাকার অভাবে আর চরম অবহেলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী(৯-১০) ওয়ার্ডের ১৬নং বেডে মৃত্যুর প্রহর গুনছে নওমুসলিম আব্দল্লাহ শেখ। অর্থ অভাব, অবহেলা আর অযতেœ ধুকেধুকে একমাত্র শিশু পুত্র রহমাতুল্লাহকে কি এতিম করে অল্প বয়েসে চির বিদায় নিবে নওমুসলিম মোঃ আব্দুল্লাহ শেখ। সমাজের বৃত্তবানদের একটু সহযোগিতাই হয়তোবা ফিরে পেতে পারে নতুন জীবন । তাকে বাচাঁতে অর্থ পাঠাতে বিকাশ ০১৯২৪-৮১০৯০৩, যোগাযোগ (০১৬৭২-০৫৫০৩৫) করার জন্য মানবধিকার একটি সংগঠন আহবান জানিয়েছেন।