খুলনা উপকূলে তিতলির আঘাত হানার সম্ভাবনা নেই

0
397

নিজস্ব প্রতিবেদক : নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ পাওয়া তিতলির প্রভাবে খুলনায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা উপকূলে তিতলির আঘাত হানার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খুলনা আবহাওয়া অধিদফতর কর্মকর্তা আমিরুল আজাদ। আজ দুপুর ১২টা ৫০ মিনিটে এ প্রতিবেদককে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। ফলে আজ দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভাবনা ছিল। এখন সেটি অগ্রসর হয়ে অন্য দিকে ঢুকে পড়ায় সেই সম্ভাবনা আর নেই।

তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। এজন্য মংলা বন্দরসহ অন্যান্য বন্দরগুলোকে ৪নং হুশিয়ারি সংকেত নামিয়ে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।