কয়রায় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার

0
494

ওবায়দুল কবির(সম্রাট):কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট আইসিডি ও ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনির্ভাসিটির যৌথ উদ্যোগে গত ২৪ অক্টোবর সকাল ১০টায় খুলনার কয়রা উপজেলার খান সাহেব কোমর উদ্দিন মডেল কলেজ মিলনায়তনে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা পর্যদের সভাপতি ডাঃ খান আমমেদ হিলালীর সভাপতিত্বে ও অধ্যাপক রাজিবুজ্জামানের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মোঃ নুর-ই-আলম সিদ্দিকী।আরো বক্তব্য দেন অধ্যক্ষ ডঃ চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমীর আলী গাইন, মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল্লাল আল মামুন লাভল, অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, সাংবাদিক সদর উদ্দিন, আইসিডি’র সভাপতি আশিকুজ্জামান, ম্যনগ্রোভ ফ্যামিলির সভাপতি মহিবুল্লাহ আলমারুফ প্রমুখ। বক্তারা দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি অধিক মনোযোগি হওয়ার পরামর্শ দেন। এক্ষেত্রে শিক্ষকদের আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষকরা যতœবান হলে শিক্ষার্থীরা যুগোপযোগি শিক্ষা লাভ করতে পারবে বলে সেমিনারে বক্তারা অভিমত ব্যক্ত করেন। সভায় জনপ্রতিনিধি, বিভিন œশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।