কয়রায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব – ১৭ উদ্বোধন

0
1123

ওবায়দুল কবির(সম্রাট): কয়রা:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে ‘অনুর্ধ-১৭ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ উদ্বোধন হয়েছে,। গতকাল শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়েই উদ্বোধন হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নূরে আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহাদাত হোসেন, কয়রা উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, বাবু বিজয় কুমার সরদার, এইচ এম হুমায়ুন কবির, এসআই নিমাই কুন্ড, কয়রা মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক খায়রুল আলম, প্রধান শিক্ষক সুজিত রায়,কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,একজন খেলোয়াড়-ক্রীড়ামোদি- একজন ভালো ছাত্র। শিক্ষায় উন্নতি, শরীর-মন সতেজ ও সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখছে। ক্রীড়া ও সংস্কৃতিতে তরুন সমাজকে সহযোগিতা করলে মাদক, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ ইত্যাদি অপরাধমূলক কর্মকান্ড থেকে তাদেরকে বিরত রাখা সম্ভব হবে।
উদ্বোধনী খেলায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ(৪-২)গোলে আমাদী ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে। খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন বেদকাশি কলেজিয়েট স্কুল এর ক্রীড়া শিক্ষক মিহির কান্তি মন্ডল সহকারী পরিচালক ছিলেন বড় বাড়ি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দিপক কুমার মিস্ত্রী, দাঃ মাঃ সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও রবিউল ইসলাম।ধারা বিবরণীতে ছিলেন,নুরুল আমিন নাহিদ,মেজবাহ উদ্দিন,আল আমিন ফরহাদ।খেলায় হাজার হাজার দর্শক ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তি-শৃঙ্খলা ভাবে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত বাঁশি,ডোল,পিটিয়ে উল্লাসের মধ্য দিয়ে খেলা দেখেন তা ছিল নজর কাড়া।