রোনালদোর হ্যাটট্রিকের জবাব দেবেন কি মেসি?

0
440

খেলা ডেস্ক, খুলনাটাইমস:
স্পেনের বিপক্ষে কাল হ্যাটট্রিক করে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ মাঠে নামবেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। রোনালদোর শুরুটা দারুণ হওয়ায় মেসির ওপর কিন্তু ভালো করার প্রচ্ছন্ন একটা চাপ থাকছেই

হরভজন সিং সিদ্ধান্তটা টুইটারে জানিয়ে দিয়েছেন, ‘বিশ্বকাপের এক মাস আমি এই মানুষটার জন্য নির্ঘুম কাটাব…এগিয়ে যাও মেসি।’ ভারতীয় এই স্পিনারের মতো নির্ঘুম রাত কাটবে মেসির হাজারো ভক্তের। আচ্ছা, মেসি নিজেও কি ঠিকমতো ঘুমোতে পারছেন? কাল তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী যেভাবে বিশ্বকাপ অভিযাত্রা শুরু করলেন তাতে দেশের প্রত্যাশার বাইরেও আলাদা একটা চাপ মেসির ঠিকই টের পাওয়ার কথা।

দলের হার এড়ানো হ্যাটট্রিক দিয়ে কতজন বিশ্বকাপ অভিযান শুরু করেছেন, সেটা গবেষণার বিষয়। স্পেনের বিপক্ষে কাল রোনালদোর হ্যাটট্রিক মেসির প্রতি যেন একটা অদৃশ্য বার্তাও—‘আমি এভাবে শুরু করলাম। এবার তোমার পালা’। লিওনেল মেসির সেই পালাটা শুরু হচ্ছে আজ। মস্কোয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিবিসির ফুটবল বিশ্লেষক ও স্কটল্যান্ডের সাবেক উইঙ্গার প্যাট নেভিন এই ম্যাচে আইসল্যান্ডের হাল-হকিকত যেন দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন, ‘রোনালদো মানদণ্ডটা (পারফরম্যান্সের) উঁচুতে স্থাপন করায় আইসল্যান্ড সমস্যায় পরতে পারে।’

বুঝতেই পারছেন নেভিনের এই কথাটা মেসিকে তাক করে। চিরপ্রতিদ্বন্দ্বীর পারফরম্যান্সের জবাবটা যে তাঁকে দিতেই হবে!বিশ্বকাপ শুরুর আগে এবার অনেকেই ‘এটা মেসির বিশ্বকাপ’ বলে রব তুলেছিলেন। এতে রোনালদো কি ভেতরে-ভেতরে জ্বলেছেন? আর জ্বলে থাকলে স্পেন কিন্তু তাঁর সেই জ্বলুনির শিকার হয়েই জিততে পারেনি। নিন্দুকেরা বলতে পারেন, দলের হার এড়ানো ছাড়া এই হ্যাটট্রিকের কি এমন মাধুর্য! তাঁর প্রথম গোলটা তো পেনাল্টি থেকে। পরেরটা ডেভিড ডি গিয়ার ‘উপহার’। বটে! তাহলে শেষটা?অনুশীলনের ফাঁকে মেসির বিশ্রাম। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন আজ।

ক্লাব ক্যারিয়ারে রোনালদো অমন জায়গা থেকে ফ্রি কিকে কম গোল করেননি। কিন্তু দেশের হয়ে এর আগে বড় টুর্নামেন্টে ৪৪ বারের চেষ্টাতেও ফ্রি কিক থেকে গোল পাচ্ছিলেন না। কাল ৪৫তম প্রচেষ্টায় রোনালদোর অসাধারণ গোলটা কিন্তু শুধু পর্তুগালের হারই এড়ায়নি, নিন্দুকদের মুখ বন্ধ করেছে সঙ্গে বিশ্লেষকদের মুখ খুলে দিয়েছে।

বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ বিশ্লেষক এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ এই বিশ্বকাপের ‘সাব-প্লট’ হিসেবে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখছেন। এ আর নতুন কি! ক্লাব ফুটবলে দুজনের দ্বৈরথ তো আর আজকের নয়। তবে বিশ্বকাপে দুজনের দ্বৈরথ কখনোই সেভাবে জমেনি। এক কালের সবচেয়ে দামি ডিফেন্ডার ফার্দিনান্দ কিন্তু এবার রাশিয়ায় সেই দ্বৈরথের গন্ধ পাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো একসময় ফার্দিনান্দের সতীর্থ ছিলেন। তাঁকে খোলনলচে জানেন বলেই ফার্দিনান্দের মন্তব্য, ‘রোনালদোকে এখানে (সোচি) দেখে মনে হচ্ছে মেসির কাঁধে চাপটা ধীরে ধীরে বাড়ছে।’

ফার্দিনান্দের সঙ্গে ছিলেন সেস্ক ফ্যাব্রেগাস। বার্সেলোনায় মেসির একসময়কার সতীর্থ। ফ্যাব্রেগাস কিন্তু তাঁর সাবেক সতীর্থের ওপর আস্থা রাখছেন, ‘সে পারফর্ম করবেই।’

সেটা হলেই ভালো। আজ রোনালদো কাল মেসি—দুজন এভাবে জ্বলে উঠলে বিশ্বকাপ জমতে আর কী লাগে!