কয়রায় জাতীয় বাল্য বিবাহ নিরোধ দিবস পালন

0
788

কয়রা প্রতিনিধি:
কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর এর আয়োজনে, ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা” প্রকল্পের সহযোগীতায় গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে মানব বন্ধন ও আলাচনা সভার মধ্যে দিয়ে জাতীয় বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৯ উদ্যাপিত হয়েছে। গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বাল্য বিবাহ নিরোধ দিবসে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ নং আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি বলেন, কয়রা কোস্টাল বেল্ট এর ফলে এখানে বাল্য বিবাহের হার অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে উপলব্ধি করা যাচ্ছে যে,বাল্য বিবাহের হার হ্রাস পেয়েছে। এর সম্পূর্ন অবদান নবযাত্রা প্রকল্প ও উপজেলা প্রশাসন। আমি আপনাদের কথা দিচ্ছি বাল্য বিবাহ বন্ধে কোন ধরনের প্রতিবন্ধকতা আসলে আমি তা কঠোর হাতে প্রতিহত করব কারন বাল্য বিবাহ বন্ধ করা প্রধান মন্ত্রীর কড়া নির্দেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি এম মহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান আলহাজ এস.এম. শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কমলেশ কুমার সানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলাউদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, উপজেলা প্রানীসম্পদ অফিসার কাজী মোস্তাকিম বিল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি.এম.মোহাসিন রেজা, মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার সরদার, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, এস এম বাহারুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল, ইউপি সদস্য লুৎফর রহমান, নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার জেন্ডার মিস শুক্লা গোলদার, জেন্ডার অর্গানাইজার মোঃ শরিফুর রহমান,চামেলি মল্লিক,গন্যমান্য ব্যক্তিবর্গ,মহারাজপুর গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ,সাংবাদিক প্রতিনিধি,সিপিপিবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। নবযাত্রা প্রকল্প দিবসে ব্যনার,প্ল্যাাকার্ড সরবরাহ করেন। মানব বন্ধন শেষে উক্ত আলোচনা সভায় অংশগ্রহনকারীরা মতামত তুলে ধরেন। নবযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার-জেন্ডার শুক্লা গোলদার জাতীয় বাল্য বিবাহ নিরোধ দিবসের ধারনাপত্র পাঠ করেন এবং সকলকে বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠনের আহবান জানান। মুক্ত আলোচনায় বক্তারা বাল্য বিবাহ নিরোধে করনীয় বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।