এক নজরে বেগম সুফিয়ান এমপির উন্নয়নমূলক কর্মসূচী

0
861

নিজস্ব প্রতিবেদক :

এক নজরে খুলনা তিন আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান  এর উন্নয়ন মূলক কর্মসূচী আংশিক তুলে ধরা হলো:
★খুলনা মডেল স্কুল এন্ড কলেজ সরকারী করন
★দৌলতপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ( কাজ চলছে)
★মহাসিন কলেজে ভবন নির্মান এবং সরকারি করন
★৯ টি বেসরকারি স্কুল, কলেজ উন্নায়ন ও বরাদ্দ আনা,, আধা সরকারি থেকে পূর্ণ সরকারীকরণ
★খালিশপুরে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার প্লান্ট স্থাপন
★খালিশপুর গোয়ালপারা পাওয়ার হাউজকে আধুনীকায়নে ৩৩০ মেগাওয়াট স্থাপন প্রকল্প( কাজ চলছে) পাশাপাশি খালিশপুর নিউজ প্রিন্ট মিলে সামনে ৭২০ মেগাওয়াট স্থাপন প্রকল্প ( প্রক্রিয়াধীন)
★প্রায় নতুন ৫-৬ হাজার নারী /পুরুষ কে বয়স্ক ভাতা প্রদান( আগের থেকে প্রতি মাসে ৩০০ টাকা বেশি হারে)
★ ১২৭ টি পরিবারের সন্তান কে সরকারি চাকুরী প্রদান( সম্পূর্ণ উপঢৌকন ছারা আরো বেশি সংখ্যক আমার জানা মতের সংখ্যা আমি লিখেছি)
★ মসজিদ, মন্দির, রাস্তাঘাট উন্নয়ন এর জন্য অনুদান ও অর্থের যোগানদানে সহায়তা প্রদান
★বিকলাঙ্গ, দারিদ্র, দুস্থ, প্রতিবন্ধী বিপুল সংখ্যোক পরিবার কে কর্ম সংস্থান ও অার্থীক সহায়তা প্রদান
★ শহীদ শেখ আবু নাছের হাসপাতাল কে আধুনিকায়নে ও যন্ত্রপাতি সরবারহ প্রদানে সহায়তা