উত্তর সিরিয়ার ব্যাপারে রুশ-তুর্কি সমঝোতা সাময়িক: প্রেসিডেন্ট আসাদ

0
280

খুলনাটাইমস বিদেশ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যকার সাম্প্রতিক সোচি সমঝোতাকে ‘সাময়িক’ বলে বর্ণনা করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে সিরিয়ার সরকারি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তুরস্কের লালসা নিবৃত করা, মার্কিন হস্তক্ষেপ রোধ করা এবং উত্তর সিরিয়ায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠন করার জার্মান পরিকল্পনা প্রতিহত করার উদ্দেশ্যে রাশিয়ার সোচি শহরে আঙ্কারা ও মস্কোর মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিক উপায়ে সংকটের সমাধান করা সম্ভব না হলে যুদ্ধের মাধ্যমে বিষয়টির ফয়সালা করা হবে। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের নামে গতমাসের গোড়ার দিকে সিরিয়ার উত্তরাঞ্চলে অনুপ্রবেশ করে তুর্কি সেনাবাহিনী। টানা নয়দিন অভিযান চালানোর পর রাশিয়ার সোচি শহরে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে অভিযান বন্ধ করার ব্যাপারে এক সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী কুর্দি গেরিলাদের তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে সরে যাওয়ার বিনিময়ে সামরিক অভিযান বন্ধ রাখতে তুরস্ক। াসিরিয়ার সরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে নিজের সম্ভাব্য সাক্ষাৎ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট আসাদ বলেন, এ ধরনের সাক্ষাতে সিরিয়ার স্বার্থ রক্ষিত হলে এবং ইতিবাচক ফল পাওয়ার আশা থাকলে তিনি সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএসের) শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করার যে দাবি আমেরিকা করেছে সম্পর্কে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমেরিকা এ-সংক্রান্ত যে নাটক মঞ্চস্থ করেছে হাস্যকর।এর কারণ হিসেবে তিনি বলেন, বাগদাদি এতদিন আমেরিকার হাতে বন্দি ছিল এবং নিজের রাজনৈতিক প্রয়োজনে ট্রাম্প তাকে হত্যার নাটক সাজিয়েছেন। একজন বন্দিকে হত্যা করার জন্য এরকম নাটক সাজানোর প্রয়োজন হয় না বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ- পার্সটুডে