আশাশুনিতে কয়েকদিনের বৃষ্টিতে নি¤œাঞ্চল ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত

0
393

আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে কয়েকদিনের বৃষ্টিতে নি¤œাঞ্চল ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। জানাগেছে, উপজেলার প্রতাপনগরের নি¤œাঞ্চল ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর সংলগ্ন চাকলা, সুভদ্রকাটি, দীর্ঘলাআইট, শ্রীপুর, কুড়িকাহুনিয়া, কোলা বেড়িবাঁধগুলো হুমকিতে রয়েছে। এদিকে, স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে দুই শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধগুলো সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে প্রতাপগনরের নি¤œাঞ্চল ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়। এতে হাজার হাজার টাকার মাছ এলাকার বিভিন্ন স্থানে চলে গেছে। বৃষ্টিপাত ও নদীর ঢেউয়ের কারনে হুমকির মধ্যে রয়েছে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর সংলগ্ন বেড়িবাঁধগুলো। বৃষ্টির সাথে সাথে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় ভাঙ্গণ। অতিদ্রুত বাঁধগুলো সংস্কার করা না হলে পরবর্তীতে জোয়ারে পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আংশকা করছেন এলাকাবাসী।