৪.৮২ একর জমির উপর প্রতিষ্ঠিত হবে খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল

0
1419

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশু চিকিৎসা সেবা নিশ্চিত করণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী অতিশিঘ্রই নির্মিত হতে যাচ্ছে খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল।


বটিয়াঘাটার কৃঞ্চনগর মৌজায় রূপসা বাইপাস সড়কের পাশে এবং কেডিএ’র বাইপাস সড়কের (সোনাডাঙ্গা থানা-জয়বাংলা মোড়) দক্ষিণ পাশে ৪.৮২ একর জমির উপর প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই হাসপাতাল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এর তত্ত্বাবধানে জেলা প্রশাসন খুলনার পক্ষ হতে অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থার অনুকূলে আজ দখল হস্তান্তর করা হয়।

এসময় জেলা প্রশাসক খুলনার পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং প্রত্যাশী সংস্থার পক্ষে সিভিল সার্জন, খুলনা উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা বিভাগে শিশু ও নবজাতকের মৃত্যুহার হ্রাসের পাশাপাশি বিভিন্ন জটিল রোগের উন্নতমানের সেবা প্রদান করা সম্ভব হবে।