৪১ গাছের চারা রোপনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শেষ করলো বিএনপি

0
342

খবর বিজ্ঞপ্তি
৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নগরীর বিভিন্ন স্কুল, পার্ক ও উন্মুক্ত প্রাঙ্গনে ৪১ টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেছে খুলনা মহানগর বিএনপি। এর মাধ্যমে শেষ হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেয়া তিন দিনের কর্মসূচি। জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে দলীয় সূত্র। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নগরীর ২৯ নং ওয়ার্ডের সবুরন্নেসা বালিকা বিদ্যালয় এবং সকাল সাড়ে ১১টায় ২১ নং ওয়ার্ডের হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দলীয় নেতারা গাছের চারা রোপন করেন। এছাড়া কর্মীদের উদ্যোগে আরো বেশ কিছু স্থানে চারা রোপন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, রেহানা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, গিয়াসউদ্দিন বনি, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, শেখ সাদী, কে এম হুমায়ুন কবির, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, বদরুল আনাম খান, জোয়াদ্দার হোসেন জলি, মেজবাহউদ্দিন মিজু, আবু সাঈদ শেখ, কামরুল ইসলাম, খান শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মাহবুব আলম বাদশা, কাজী মাহমুদ আলী, কে এম মাহবুব হোসেন, এ্যাড. ওমর ফারুক বনি, আবু তালেব, আবু বক্কর, আনজিরা খাতুন, শামীম খান, মহিদুল ইসলাম টুকু, ইলিয়াস হোসেন প্রমুখ।