মানসা বাজার গণহত্যার স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন

0
889

খবর বিজ্ঞপ্তি : গতকাল সোমবার বিকাল ৪টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা বাজারের গণহত্যার স্মরণে গণহত্যা জাদুঘর কর্তৃক নির্মিত শহিদ স্মৃতিফলক উন্মোচন করা হয়। স্মৃতিফলক উন্মোচন করেন গণহত্যা জাদুঘর ট্রাস্ট এর সম্পাদক ডা. শেখ বাহারুল আলম। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘর ট্রাস্ট এর সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন জানান, গণহত্যা জাদুঘর দেশের একমাত্র গণহত্যা-নির্যাতন বিষয়ক জাদুঘর। এই ট্রাস্টের অধীনে দীর্ঘদিন ধরে শহিদ স্মৃতিফলক নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করছে, বাস্তবায়নে সংস্কৃতি মন্ত্রণালয় সহায়তা করছে। শুধু তাই নয়, হাইকোর্টের রায় অনুযায়ী, সব বধ্যভূমিই এখন সংরক্ষণ করতে হবে। সারা দেশে এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য রক্ষা পাবে যা জাতীয় কর্তব্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সকল শ্রেণী পেশার মানুষ। সঞ্চালনা করেন ট্রাস্টি শংকর মল্লিক।